• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জীবন-যাপন

বাথরুমের কমোডের চেয়েও বেশি দুষিত টি-ব্যাগ

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ০৭:২৩, ১৪ ডিসেম্বর ২০১৭

বাথরুমের কমোডের চেয়েও বেশি দুষিত টি-ব্যাগ

অফিসের ক্যাফেটেরিয়াতে থাকা টি-ব্যাগ টয়লেট সিটের থেকে অনেক বেশি দূষিত বলে জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি ইনিশিয়াল ওয়াশরুম হাইজিন-এর সমীক্ষায় দেখা গেছে, অফিসের ক্যাফেটেরিয়াতে থাকা টি-ব্যাগে গড় ব্যাকটেরিয়াল কাউন্ট ৩ হাজার ৭৮৫। আর টয়লেট সিটে এই কাউন্ট মাত্র ২২০।

সাধারণত অফিসের কিচেন, ক্যাফেটেরিয়া আমাদের কফি খাওয়া কাপ, খাবারের প্লেট এমনই ফেলে রাখে। যা হয়তো সারা দিনই পড়ে থাকে। স্ল্যাবে ছড়িয়ে থাকা খাবারের টুকরো, দুধ থেকে যে সংক্রমণ ছড়ায় তা টয়লেট ব্যাকটেরিয়ার থেকে অনেক ক্ষতিকারক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

শুধু টিব্যাগ নয়, গবেষণায় উঠে এসেছে, কেটলির হাতলে গড় ব্যাকটেরিয়াল কাউন্ট ২ হাজার ৪৮৩, কফি মাগের হাতলে ১ হাজার ৭৪৬ ও রেফ্রিজারেটরের হাতলে ১ হাজার ৫৯২।

অফিসের ফ্রিজ খোলার পর হাত ধোওয়ার কথা ভেবেছেন কখনও?
এই গবেষণায় অংশ নেওয়া ১ হাজার জনের মধ্যে ৮০ শতাংশই জানিয়েছেন, ফ্রিজ তো দূর, ক্যাফেটেরিয়াতে কফি বানানোর পরও হাত ধোওয়ার কথা তারা ভাবেননি।

ইনিশিাল ওয়াশরুম হাইজিনের মুখ্য গবেষক পিটার বেরেট বলেন, 'ওয়াশরুমে হ্যান্ডওয়াশ রাখার পাশাপাশি কিচেন, ক্যাফেটেরিয়ার দিকেও নজর দেওয়া প্রয়োজন। নিয়মিত কফির কাপ, প্লেট ধোয়ার পাশাপাশি কিচেন স্ল্যাব মুছতেও অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াইপস ব্যবহার করা উচিত। সেই সঙ্গে ব্যাক্তিগত স্তরেও সচেতনতা প্রয়োজন। কিচেন, ক্যাফেটেরিয়া ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করে হাত ধোওয়ার অভ্যাস করুন।

ডিসেম্বর ১৪, ২০১৭

মন্তব্য করুন: