• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

সিমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে গরুর মাংস

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৭

সিমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে গরুর মাংস

বাংলাদেশ-ভারত সীমান্তে গরু পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যতই নজরদারি বাড়াচ্ছে, ততই নিত্য-নতুন কৌশল নিচ্ছে পাচারকারীরা৷ এতদিন রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে গরু পাচার হলেও এখন পাচার হচ্ছে গরুর মাংস।

গরুর মাংস পাচার করতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় স্থাপিত হচ্ছে অনেক কোল্ড স্টোরেজ এবং প্রসেসিং ইউনিট। সেখান থেকে গরুর মাংস প্রসেস করে বস্তায় বা ফলের ঝুড়ি ভরে বাংলাদেশে পাচার হচ্ছে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে।

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং সুন্দরবনের উন্মুক্ত সীমান্ত দিয়ে রোজই বাংলাদেশে পাচার হয় হাজার হাজার গরু। গরু পাচারের কথা কমবেশি অবহিত হলেও গোমাংস পাচারের ঘটনা একেবারেই নতুন।

পুলিশ ও বিএসএফ কর্মকর্তাদের মত, সীমান্তে বেআইনি গরু পাচার রুখতে ইতিমধ্যেই বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। তাই আগের মতো গরু পাচার সম্ভব হচ্ছে না বিধায় মাংস পাচারের ঘটনা বেড়ে গিয়েছে।

বিএসএফ'র এক শীর্ষকর্তা জানান, গত কয়েক মাসে গরুর মাংস পাচারের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। বিএসএফ জওয়ানদের পক্ষে গরু পাচারকারীদের পাকড়াও করা তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু গরুর মাংস ধরা সমস্যা। হিন্দু বিএসএফ জওয়ানরা গরুর মাংস আছে শুনলে বস্তায় হাতই দিতে চান না। যাদের গোরুর মাংস সমেত ধরা হচ্ছে, তাদের অনেকেই দাবি করছেন, নিজেদের জন্য তারা মাংস কিনে নিয়ে যাচ্ছেন। ফলে তাদের ধরাও মুশকিল হচ্ছে।

ডিসেম্বর, ১৮, ২০১৭

মন্তব্য করুন: