• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

পাকিস্তানে শিখদের মুসলিম হতে বাধ্য করা হচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:৪৭, ২০ ডিসেম্বর ২০১৭

পাকিস্তানে শিখদের মুসলিম হতে বাধ্য করা হচ্ছে!

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় শিখদের জোর করে মুসলিম হতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৬ ডিসেম্বর পাকিস্তানি সংবাদপত্র ‘ট্রিবিউন’-এ ওই খবর প্রকাশিত হয়েছে।

‘ট্রিবিউন’ জানায়, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় বসবাসরত শিখদের সরকারি কর্মকর্তারা জোর করে মুসলিম বানাচ্ছেন। সেখানকার শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও করা হয়েছে হাঙ্গুর ডেপুটি কমিশনারের কাছে।

তাতে বলা হয়েছে, ‘দোয়াবায় আমাদের (শিখ) ধর্মীয় মতাদর্শের ওপর আঘাত হানা হচ্ছে। স্থানীয় শিখদের ধর্মান্তরণে বাধ্য করছেন তহশিলের সহকারী কমিশনার তাল ইয়াকুব খান।’

হাঙ্গুর জেলা প্রশাসন অভিযোগ অস্বীকার করে এক বক্তব্যে জানিয়েছেন, এক জনেরও ধর্মান্তরণ হয়নি। তবে অভিযোগ যখন এসেছে, তখন তা খতিয়ে দেখতে স্থানীয় শিখদের নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে হাঙ্গু জেলা প্রশাসন।

ডিসেম্বর ২০, ২০১৭

মন্তব্য করুন: