• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফিচার

মাতালের কাণ্ড

ফিচার ডেস্ক

 প্রকাশিত: ০৫:২৮, ২০ ডিসেম্বর ২০১৭

মাতালের কাণ্ড

ভারতের চেন্নাইয়ের পলাভক্কমে এক ব্যবসায়ী মাতাল হয়ে গাড়ি ফেলে অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফিরেছে। আর এই ঘটনায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যদিও তা পুলিশের মধ্যস্থতায় সুরাহা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (১৭ ডিসেম্বর)।

ওই ব্যবসায়ী তার এক আহত বন্ধুকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। যাওয়ার সময় নিজের অডি ব্র্যান্ডের গাড়ি চালিয়েই পৌঁছেছিলেন সেখানে। বন্ধুকে হাসপাতালে রেখে খুশ মেজাজে একটু বেশিই মদ্যপান করে ফেলেছিলেন তিনি। আর তাতেই নিজের অডির কথা ভুলে, হাসপাতালের বাইরে দাঁড় করানো অ্যাম্বুল্যান্স নিয়ে বাড়িতে চলে যান।

তদন্তকারীরা জানিয়েছেন, রাত ৩টা নাগাদ হাসপাতালের এক কর্মীর নজরে আসে বিষয়টি। স্বাভাবিক ভাবেই তিনি মনে করেছিলেন, অ্যাম্বুল্যান্স চুরি হয়ে গিয়েছে। এর পরই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে যখন পুলিশি তদন্ত শুরু হয়েছে ঠিক সেই সময়ই হঠাৎ ওই অ্যাম্বুল্যান্সটি ঢুকতে দেখে পুলিশ। এক ব্যক্তি পুলিশের কাছে এসে হঠাৎ ক্ষমা চাইতে শুরু করেন।

ওই ব্যক্তি বলেন, ‘আমি ভুল করে আমার অডিটা ফেলে অ্যাম্বুল্যান্স নিয়ে চলে গিয়েছিলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকেরা যখন গাড়ির কথা জানতে চায়, তখন আমার মনে পড়ে আসল ঘটনা।’

ফেরত আসার পর দেখা যায়, অ্যাম্বুল্যান্সটির একটি আয়না ভেঙে গিয়েছে। তবে ওই ব্যক্তি ক্ষতিপূরণ দিতে রাজি থাকায় হাসপাতাল এই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।  তবে ওই ব্যক্তির নাম জানায়নি পুলিশ।

ডিসেম্বর ২০, ২০১৭

মন্তব্য করুন: