• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

বিএনপি নেতা ও সাংবাদিক বকুলের দাফন সম্পন্ন

মো. সাইদুর রহমান খান আবুসাঈদ

 প্রকাশিত: ০৮:১৭, ২২ ডিসেম্বর ২০১৭

বিএনপি নেতা ও সাংবাদিক বকুলের দাফন সম্পন্ন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক প্রকৌশলী আলহাজ্ব মকবুল হোসেন বকুল (৫২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মরহুমের বড় ভাই দৈনিক আজকের খবরের প্রকাশক ও প্রধান সম্পাদক মো. মোশারফ হোসেন জানান, মকবুল হোসেন বকুল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় রাত ৯টার দিকে ভালুকা উপজেলার সীডস্টোর নামক স্থানে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাযার নামাজ পরদিন বেলা ১১টায় নিজ গ্রাম খোদাবক্সপুরে এবং বাদ আসর দ্বিতীয় জানাযার নামাজ ময়মনসিংহ শহরে পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। পরে নগরীর মাসকান্দা এলাকায় পৌর কবরস্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মকবুল হোসেন বকুলের গ্রামের বাড়ী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সাবেক ভিপি ও পলিট্যাকনিক শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে গৌরীপুর উপজেলা বিএনপির (একাংশ) আহবায়ক নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সদস্য ও নাসিরাবাদ প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী ছিলেন।

তার অকাল মৃত্যুতে ময়মনসিংহ নগরীর সাংবাদিক সমাজ, গৌরীপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবসহ সকল সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

ডিসেম্বর ২২, ২০১৭

মন্তব্য করুন: