• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বিনোদন

গোল্ডেন গ্লোব জয়ী প্রথম এশীয় আজিজ আনসারি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৪:০৬, ১০ জানুয়ারি ২০১৮

গোল্ডেন গ্লোব জয়ী প্রথম এশীয় আজিজ আনসারি

প্রথম এশীয় হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন ভারতের চেন্নাইয়ের উদ্বাস্তু দম্পতির ভারতীয়-আমেরিকান সন্তান আজিজ আনসারি। টেলিভিশনের কমেডি সিরিজে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন তিনি।

'মাস্টার অফ নান' কমেডি সিরিজে নায়ক দেব শাহ'র চরিত্রে অভিনয় করেন ৩০ বছর বয়সি আজিজ।

এই সিরিজটি লেখার জন্য তিনি ইতোমধ্যেই এমি পুরস্কার জিতেছেন।

গত জানুয়ারিতে তিনি স্যাটারডে নাইট লাইভে সঞ্চালনাও করেন।

তিনি ও তার শো যেভাবে দিনদিন জনপ্রিয়তা পেয়েছে, তাতে তার গোল্ডেন গ্লোব পাওয়াটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না। সম্পূর্ণ নিজের চিন্তাভাবনায় তিনি নিজের শো জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছেন। প্রথম দুটো সিজনই তাকে স্টার বানিয়ে দিয়েছে। গতবছরও তিনি মনোনয়ন পেয়েছিলেন কিন্তু গোল্ডেন গ্লোব পাননি।

আজিজের বাবা-মা তামিলনাড়ুর বাসিন্দা। মা ফাতিমা কাজ করেন একটি মেডিক্যাল অফিসে আর বাবা শওকত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।

উদ্বাস্তু বাবা-মায়ের সন্তান আজিজের জন্ম কলম্বিয়ায়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অফ বিজনেসে পড়ার সময় থেকেই কমেডি স্টার হওয়ার দিকে এগোতে থাকেন আজিজ। তিনি তখন থেকেই বিগ অ্যাপল শো ও অন্যান্য সাপ্তাহিক শো'য় পারফর্ম করতেন। ২০০৬ সালে আস্পেনে HBO-র মার্কিন কমেডি আর্ট ফেস্টিভ্যালে বেস্ট স্ট্যান্ড আপ'র জুরি পুরস্কার জেতেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি।

মন্তব্য করুন: