• ঢাকা

  •  বুধবার, মে ৮, ২০২৪

ছুটির ফাঁকে

রানওয়ে থেকে ছিটকে কৃষ্ণ সাগরের তীরে ঝুলেছিল ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:৩৫, ১৭ জানুয়ারি ২০১৮

রানওয়ে থেকে ছিটকে কৃষ্ণ সাগরের তীরে ঝুলেছিল ফ্লাইট

ল্যান্ডিংয়ের পরই বিপদ আঁচ করছিলেন পাইলট। হলোও ঠিক সেটাই। রানওয়ে থেকে ছিটকে পাশে সমুদ্রের কিনারে আছড়ে পড়লো ফ্লাইট।

কৃষ্ণ সাগরের কিনারে আধা ঝুলন্ত অবস্থায় তুরষ্কের বাজেট এয়ারলাইন্স; পেগাসাস এয়ারলাইন্সের ওই ফ্লাইটের ছবিটি এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। আর কপালজুড়ে বেঁচে গেলো দুই পাইলট, যাত্রী, ক্রুসহ ১৬৮ জন।

১৩ জানুয়ারি ১৬২ জন যাত্রী নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ট্যাবজনে যাত্রা করেছিল পেগাসাস এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০। ঠিকঠাক ভাবেই ল্যান্ড করেছিল ফ্লাইট। কিন্তু কীভাবে সেটি রানওয়ে থেকে ছিটকে গেল তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি পাইলট। তার ভাষ্য, ফ্লাইট ল্যান্ডিংয়ের পরপরই ডানপাশের ইঞ্জিনটি চালু হয়ে যায়, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা যায়নি।

তবে সব যাত্রীই সুরক্ষিত ছিলেন বলে নিশ্চিত করেছে পেগাসাস এয়ারলাইনসের উর্ধ্বতন কর্তৃপক্ষ।

ব্ল্যাকবক্স উদ্ধার করে ঘটনার প্রকৃত কারণ জানানো হবে। তবে এই সময় যে পাইলট মাদকাসক্ত ছিলেন না; তার প্রমান পেয়েছেন।

ঘটনার পর বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরেরদিন সকালে ফের সেটি চালু করা হয়।

জানুয়ারি ১৭, ২০১৮

মন্তব্য করুন: