• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জীবন-যাপন

জুতা ঝকঝকে রাখতে...

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ০৮:৩৫, ২৪ জানুয়ারি ২০১৮

জুতা ঝকঝকে রাখতে...

জুতা আভিজাত্যের প্রতীক। এই জুতা যে কোনও ব্র্যান্ডেরই হোক বা যে উপাদান দিয়েই তৈরি হোক না কেন; তাতে ধুলোবালির দাগ লাগবেই। এই দাগ লাগার ফলে মন খারাপ হলেও আপনার শখের জুতা তো আর ফেলে দিতে পারেন না। কিভাবে জুতা নতুনের মতো রাখবেন? পড়ুন-

ভ্যাসলিন ব্যবহার করুন
যে কোনো কালো রঙের জুতার দাগ অপসারণ করার সবচেয়ে ভাল উপায় ভ্যাসলিনের ব্যবহার। যেখানে দাগ লেগেছে সেখানে অল্প ভ্যাসলিন লাগিয়ে ঘষতে থাকুন যতক্ষন না দাগ দূর হচ্ছে। দেখবেন কিছুক্ষনেই দাগ উধাও।

চামড়ার জুতায় হেয়ার কন্ডিশনার
চামড়ার দামী জুতার জন্য পলিশ কেনার কোনও দরকার নেই। বরং নিজের যে হেয়ার কন্ডিশনার ব্যবহার করেন সেটা একটু অন্যভাবে ব্যবহার করুন। নরম কোনো কাপড়ে অল্প পরিমান হেয়ার কন্ডিশনার নিয়ে হালকা করে ঘষে নিন। যেহেতু চামড়ার জুতা ফলে স্বাভাবিকভাবেই হাইড্রেশনের দরকার পড়ে। তাই হেয়ার কন্ডিশনার এক্ষেত্রে সেরা অপশন।

স্নিকার/কেডস্ থেকে দাগ দুর করতে
কলমের কালি তোলার জন্য বাজারে ম্যাজিক ইরেজার কিনতে পাওয়া যায়। এই রাবারে ইরেজার দিয়েই আপনি আপনার প্রিয় স্নিকার/কেডস্ থেকে দাগ তোলে ফেলতে পারেন। স্নিকার/কেডস্ কোনো দাগ হলে ইরেজার দিয়ে দাগ তুলে ফেলুন, ঠিক যেভাবে খাতা থেকে কলমের কালি তোলেন।

সুয়েড জুতার ক্ষেত্রেও রাবার
সুয়েড জুতা থেকে দাগ তোলার জন্য পেনসিল রাবার ব্যবহার করুন। তবে এক্ষেত্রে সাদা রাবার ব্যবহার করাই শ্রেয়। কোনো দাগ বা ধুলোবালির ওপর রাবার ঘষে নিন। সহজেই দাগ দূর হয়ে যাবে আপনার প্রিয় জুতা থেকে।

রাবার বুটের জন্য অলিভ অয়েল
রাবারের বুটের ওপর ধুলো জমে সাদা দাগ হয়ে যায়। যা দেখতে অত্যন্ত খারাপ লাগে। সেক্ষেত্রে অল্প অলিভ অয়েল নিয়ে জুতোয় ঘষুন। আপনার জুতা হারানো জৌলুস ফিরে পাবে খুব সহজেই।

মাঝেমধ্যে পলিশ করুন
সপ্তাহে বা দুই সপ্তাহে হলেও একবার জুতা পলিশ করে নিন। জুতা পলিশ করলে অনেকদিন টেকসই হয়। তাছাড়া পরতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

বাড়ি ফিরে ব্রাশ করে রাখুন
বাড়ি ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন জুতা ব্রাশ করে নিতে ভুলবেন না। ব্যবহার করার পর ব্রাশ করে ধুলোবালি ঝেড়ে তারপর সেটি আলমারিতে রাখুন।

বাইরে ফেলে রাখবেন না
ঘরের মধ্যে জুতা এমনি ফেলে না রেখে কাগজে মুড়িয়ে আলমারিতে রাখুন। এতে জুতা ভাল থাকবে।

সৌজন্যে: এই সময়

মন্তব্য করুন: