• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

প্রবাসের কথা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেলবোর্নে পার্লামেন্টের সামনে প্ল্যাকার্ড প্রদর্শন

অস্ট্রেলিয়া থেকে

 প্রকাশিত: ১৬:১৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেলবোর্নে পার্লামেন্টের সামনে প্ল্যাকার্ড প্রদর্শন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পার্লামেন্টের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে মেলবোর্ন বিএনপি ও অস্ট্রেলিয়া ছাত্রদল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

মেলবোর্ন বিএনপির সভাপতি আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন, আমরা প্রবাসীরা এই রায় প্রত্যাখ্যান করছি। কোনো ভাবেই এই রায় মেনে নেওয়া যায় না।

সরকারের জুডিশিয়াল চক্রান্তের বাস্তবায়ন করার লক্ষ্যে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অযোগ্য করার জন্য সরকারকে খুশি করতে এই রায় প্রদান করা হয়।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণের ভোটে নির্বাচিত কোনো সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন অবৈধ রায় প্রদান করা হলো, যেটা বর্তমান পরিস্থিতে আমরা কোনো ভাবেই মেনে নিতে পারিনা।

অস্ট্রেলিয়া ছাত্রদল সভাপতি কায়াস মাহমুদ জনি বলেন, বাংলাদেশ সরকারের উপরের মহলের নিৰ্দেশ পালন করতেই আজকের এই রায় প্রদান করা হয়। আমরা এই রায় মানি না, আমাদের আইনের উপর পূর্ণ আস্থা আছে, এবং আমরা বিশ্বাস করি উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হয়ে বেকুসুর খালাস পাবেন।

এসময় মেলবোর্ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও অস্ট্রেলিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদ ও মেলবোর্ন বিএনপি নেতা আব্দুল জলিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি ০৮, ২০১৮

মন্তব্য করুন: