• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভিনদেশ

ফ্লোরিডায় হাইস্কুলে বহিষ্কৃত ছাত্রের গুলিতে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৫:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ফ্লোরিডায় হাইস্কুলে বহিষ্কৃত ছাত্রের গুলিতে ১৭ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুল থেকে বহিষ্কৃত নিকোলাস ক্রুজ নামে এক ছাত্রের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো ১৭ জনের। এর মধ্যে ১৪ জন ওই স্কুলের ছাত্র। এই ঘটনায় আহত বেশ কয়েকজন।

মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলটি ফ্লোরিডা স্টেটের সবচেয়ে নামী ও বড় স্কুল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কুলে যতো গোলাগুলি ও হামলার ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত এই হামলা সবচেয়ে ভয়াবহগুলির একটি।

১৯ বছর বয়সি নিকোলাস ক্রুজ শৃঙ্খলাভঙ্গের অপরাধে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পুলিশ জানায়, গ্যাস মাস্ক, স্মোক গ্রেনেড ও হাতে রাইফেল নিয়ে নিকোলাস ঢোকে স্কুলে। তারপর সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

স্কুলের সুপার রবার্ট রুনসির কথায়, 'বিপজ্জনক পরিস্থিতি। আমাদের কাছে একটি আতঙ্কের দিন। ছেলেটির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীই ফায়ার এলার্ম বাজায়। যাতে ছাত্র-ছাত্রীরা ভয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এবং ওর হত্যা করতে সুবিধা হয়।'

তারপর বিপদ অ্যালার্ম বাজিয়ে স্কুল খালি করে কর্তৃপক্ষ। ততক্ষণে ১৭টি প্রাণ ঝড়ে যায়।

খবর পেয়ে আশঙ্কা ও আতঙ্ক নিয়ে স্কুলে বাইরে ভিড় করেন অভিভাবকরা।

ফেব্রুয়ারি ১৫, ২০১৮

মন্তব্য করুন: