• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ০৭:৪০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

গৌরীপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আব্দুল কাদির মাস্টারের ছেলে সিএনজি চালক জহিরুল (৩৫), ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবু তাহেরের ছেলে কলেজ ছাত্র নাঈমুর আশরাফ রিয়াদ (২০), ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের তারিকুর রহমান শ্যামল (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরিচপুর গ্রামের মৃত আব্দুল গণি মাস্টারের ছেলে এনায়েতুজ্জামান হিরু (৪৮)।

নিহতের স্বজনরা মরদেহ সনাক্ত করেছেন।

গুরুতর আহতরা হলেন, নিহত নাঈমুর রহমান রিয়াদের ভাই রুবায়েত আহমেদ বাবু (১৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ী ইউনিয়নের টিপরা গ্রামের হারুন (৪২)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ময়মনসিংহ-ভৈরব রুটে চলাচলকারী ভৈরবগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ।

ফেব্রুয়ারি ২০, ২০১৮

মন্তব্য করুন: