• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হারুন-উর- রশিদ

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ০৫:১৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

গৌরীপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হারুন-উর- রশিদ

ভোটের হাওয়া:
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-উর-রশিদ। এই উদ্দেশ্যে ইতোমধ্যেই তিনি বর্তমান সরকার ও জননেত্রী শেখ হাসিনার বিগত ৯ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে লিফলেট বিতরন করে যাচ্ছেন।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্লিন-ইমেজ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, তার বাবা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়ার আমন্ত্রনে জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সময়ে ১৯৮৭ সনে সর্বপ্রথম গৌরীপুরে আসেন। ১৯৪৯ সনে মোঃ হাতেম আলী মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঢাকায় সাক্ষাৎ করেন। ১৯৫৩ সনের ১৩ই এপ্রিল শনিবার গৌরীপুর বাজার ময়দানে (বর্তমান শহীদ হারুন পার্ক) হোসেন শহীদ সোহওয়ার্দী মাওলানা ভাসানী, ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে ভাষন দিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী হিসেবে আস্থাভাজন হন।

১৯৭০ এর প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এমপিএ নির্বাচিত হন এবং ১৯৭২ সনে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর করে গণপরিষদের সদস্য হন। ১৯৭১ সালের ৪ মার্চ ঐতিহাসিক হারুন পার্কে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে দেশ প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

১৯৭৫ সনে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৬ সনের ১৫ই আগষ্ট হাতেম আলী মিয়া তার নিজ বাস ভবন কালীখলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন।

মরহুম হাতেম আলী মিয়ার সততা, নিষ্ঠা ও আদর্শিক কর্মকাণ্ডের উত্তরসুরী হিসেবে গৌরীপুর এলাকার জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগে প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন।

মো: হারুন-উর রশিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরীপুর পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।

ফেব্রুয়ারি ২১, ২০১৮

মন্তব্য করুন: