• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

দিলীপ কুমার দাস ও পরশমনি

 প্রকাশিত: ১৫:২৮, ২৪ মার্চ ২০১৮

বর্ণাঢ্য আয়োজনে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ): বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে দু’দিনব্যাপি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (২৪ মার্চ) সকাল ১০টায় স্কুল মাঠে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ড. সামিউল আলম লিটনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর এ.কে.এম জাকির হোসেন, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ, সাবেক প্রধান শিক্ষক আহাম্মেদ হোসাইন, সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব নবী হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাঃ মোঃ সোলায়মান, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব হাছেন আলী মাস্টার, সদস্য সচিব আলহাজ্ব মকবুল হোসেন, সমন্বয়কারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।

প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ করেন ড. আব্দুস সাত্তার, মোঃ শাহজাহান, দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিনিয়র সহকারি সচিব ইয়াসমিন নাহার রুমা ও হাবিবুর রহমান।

এসময় এ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে বাংলা চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘অনীল বাগচীর একদিন’ প্রদর্শন ও ঐত্যিহাসিক যাত্রাপালা কোহিনূর মঞ্চস্থ করা হয়।

মার্চ ২৪, ২০১৮

মন্তব্য করুন: