• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে ধর্ষিতাকে এলাকা ছাড়া করলো মাতব্বররা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:৪৪, ২৬ মার্চ ২০১৮

লালমনিরহাটে ধর্ষিতাকে এলাকা ছাড়া করলো মাতব্বররা

লালমনিরহাট: লালমনিরহাটে এক ইউপি সদস্যসহ গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে ধর্ষিতাকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চল জগতবেড় গ্রামে।

জানা গেছে, সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের জগতবেড় গ্রামের এ্যাম্বুলেন্স চালক নুরুল হকের ছেলে লাইকুজ্জামান খোকন গত বুধবার (২১ মার্চ) তার প্রতিবেশি মুক্তিযোদ্ধার পুত্রবধুকে ধর্ষন করেন। ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে খোকনকে আটক করেন। পরের দিন বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামসহ কয়েকজন গ্রাম্য মাতব্বর বৈঠকে বসেন। এ সময় ধর্ষিতাকে চরিত্রহীন আখ্যা দিয়ে এলাকার পরিবেশ রক্ষার অজুহাতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে এলাকা ছাড়ার নির্দশ দেন মাতব্বররা।

তারপর বিচার না পেয়ে ধর্ষিতা ও তার স্বামী এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।

ধর্ষিতা লজ্জা ও শোকে অসুস্থ্য হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় মাতব্বরদের বিরুদ্ধে ফুসে উঠেছে গ্রামের সচেতন লোকজন। তারা ধর্ষকসহ মাতব্বরদের শাস্তির দাবি করেছেন।

ধর্ষিতার স্বামী জানান, লম্পট প্রভাবশালী খোকন তার স্ত্রীকে ধর্ষন করেছে। বিচারকরা মোটা অংকে টাকার বিনিময়ে ধর্ষককে ছেড়ে দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদেরকে গ্রাম ছাড়া করেছে। তিনি এ বিষয়ে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, ওই গৃহবধুকে এলাকা ছাড়া করা হয়নি। ধর্ষিতার শ্বশুরের ডাকে তিনি বৈঠকে গিয়েছিলেন। এ সময় ধর্ষিতা গৃহবধু কোন অভিযোগ না দেয়ায় কোন বিচার করা হয়নি। স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, গৃহবধুকে তার স্বামী তালাক দিতে চাওয়ায় হয়তোবা তারা স্বাক্ষর নিতে পারেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, ধর্ষিতার শ্বশুরের মাধ্যমে বিষয়টি জেনে আইনী সহায়তা নেওয়ার পরামর্শ দেন। স্থানীয়ভাবে কারা এ শালিস বৈঠক করেছেন তা তিনি জানেন না বলে জানান।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি লোকমুখে শুনে তদন্ত করতে অফিসার পাঠানো হয়েছে।

মার্চ ২৬, ২০১৮

মন্তব্য করুন: