• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবীতে আন্দোলন

ময়মনসিংহ প্রতিনিধি

 প্রকাশিত: ০৩:৩৮, ৯ এপ্রিল ২০১৮

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবীতে আন্দোলন

ময়মনসিংহ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারী সাধারন শিক্ষার্থীরা।

রবিবার (০৮ এপ্রিল) অবস্থান অবরোধের কারনে ময়মনসিংহ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই, রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (মুয়েট), নগরীর প্রধান সড়কসহ, টাঙ্গাঈল, জামালপুর, শেরপুরসহ ৪ জেলার মহাসড়কের প্রধান রাস্তা দিঘারকান্দা বাইপাস মোড় পর্যন্ত অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ ছিল।

রবিবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে নগরীর দিঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় অবরোধ করে অবস্থান নেয় কয়েক হাজার সাধারন শিক্ষার্থী। এ সময় সড়কের ২ পাশে শতশত যানবাহন অাটকে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে জেলা পুলিশ।

জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দুপুর থেকেই শহরের বাইপাস মোড়ে জড়ো হতে থাকে।

এসময় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা-‘১০ শতাংশের বেশি কোটা নয়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ এমন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।

আন্দোলনকারীদের ৫ দফা দাবি- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এপ্রিল ০৮, ২০১৮

মন্তব্য করুন: