• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অর্থ ও কৃষি

লালমনিরহাটে পানিতে ডুবে পচে যাচ্ছে ধান ক্ষেত

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৭:৩৭, ১৬ এপ্রিল ২০১৮

লালমনিরহাটে পানিতে ডুবে পচে যাচ্ছে ধান ক্ষেত

লালমনিরহাট: কয়েকদিনের ভারী বর্ষনে লালমনিরহাটের ৫ উপজেলার নিম্নাঞ্চলের শত শত বিঘা জমির ইরি বোরো ধান ক্ষেত পানিতে ডুবে গেছে। পানিতে ডুবে কাচা ধানক্ষেত পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে জেলার হাজারো কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা করছে।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বা অনেক স্থানে নিষ্কাশনের পথ বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ওই এলাকাগুলোর শত শত বিঘা জমির ইরি-বোরো ধান ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে গেছে। হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল দোলা এলাকার কৃষক ওসমান গনির ১ একর ২০ শতক, আব্দুল হাকিমের ১ একর, হাসিম আলীর ২ একর, খিলজান বেগমের ৯ একর,  জালাল উদ্দিনের দেড় একরসহ শত শত কৃষকের ইরি-বোরো ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে গেছে। 

কৃষকদের অভিযোগ, কয়েকদিন ধরে ধান ক্ষেত পানিতে ডুবে থাকলেও কৃষি বিভাগের লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না।

হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন জানান, তার ইউনিয়নে প্রায় ৪ শত একর জমির ইরি বোরো ধান ক্ষেত পানিতে ডুবে রয়েছে। কয়েকদিনের বৃষ্টির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ভারী বৃষ্টির কারণে কিছু নিচু জমি ডুবে গেছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের সাথে কথা বলে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় জানান, বৃষ্টির পানিতে ডুবে আছে ইরি বোরো ধান ক্ষেত এমন তথ্য তার কাছে নেই। খোঁজ খবর নিয়ে বলতে হবে বলে তিনি জানান। 

এপ্রিল ১৬, ২০১৮

মন্তব্য করুন: