• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জীবন-যাপন

যে রঙ যৌন জীবন রঙিন করে

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ১১:৩৫, ১৭ এপ্রিল ২০১৮

যে রঙ যৌন জীবন রঙিন করে

মনোবিদরা বলছেন, রঙের সঙ্গে মস্তিষ্কের গভীর সম্পর্ক রয়েছে। কখনও ভেবে দেখেছেন, জীবনের সেরা সময়কে পার্পল প্যাচ কেন বলে? আসলে পার্পল বা আলট্রা ভায়োলেট রং হলো বিলাসবহুল জীবন, সম্পদ, রাজকীয়তা, উন্নত জীবনের প্রতীক।

আর এই রংটির সঙ্গে মানসিকতারও সম্পর্ক খুব নিবিড়। মনোবিদরা বলছেন, এই রঙের দেওয়াল বেডরুমে থাকলে যৌন জীবন মধুর হতে পারে।

যদি আপনার এই রং বিশেষ পছন্দ না হয়, কিংবা যদি এ মুহূর্তে বেডরুমের রং পাল্টানোর ইচ্ছে না থাকে, তবে ঘরের পর্দা, কুশন কভার ইত্যাদি এই রঙের ব্যবহার করতে পারেন। এর সঙ্গে রুপালি রঙের কম্বিনেশন খুব ভালো।

মনোবিদরা আরও বলছেন, পার্পল রঙ কিন্তু সহজেই দৃষ্টি আকর্ষণ করে এবং মনকে ছুঁয়ে যায়।

উদাহরন স্বরূপ, একটি বিখ্যাত চকোলেট প্রস্তুতকারি সংস্থা ক্যাডবেরি প্রাপ্তবয়স্কদের দৃষ্টি আকর্ষণ করতে এই রঙের মোড়ক ব্যবহার করে। তাছাড়া আরও একটি চমকপ্রদ তথ্য দেওয়া যেতে পারে। ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটিতে মাধুরী দীক্ষিত কী রঙের শাড়ি পরেছিলেন সেটা খেয়াল আছে? পার্পল। গোলাপি, লাল ইত্যাদি ফেমিনিন রঙ থাকতে বাছাই করে নেওয়া হয়েছিল পার্পলকেই। তার পেছনেও যুক্তিটা একই।

ব্রিটেনে এক সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত কাপলদের বেডরুমে পার্পলের আধিক্য রয়েছে, তারা সপ্তাহে অন্তত ৩.৪৯ বার শারীরিক মিলনে অভ্যস্ত। সংখ্যাটি অন্যান্য কাপলদের তুলনায় অনেকটাই বেশি।

ফলে জীবনে একটু বেশি স্পাইস চাইলে রঙটা অবশ্যই হতে হবে পার্পল। #

মন্তব্য করুন: