• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ছুটির ফাঁকে

মাঝআকাশে ফ্লাইটের ইঞ্জিনে আগুন, ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:১০, ১৯ এপ্রিল ২০১৮

মাঝআকাশে ফ্লাইটের ইঞ্জিনে আগুন, ১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি জেট প্লেনের ইঞ্জিনে আগুন লেগে গেলে ফিলাডেলফিয়ায় জরুরি অবতরণ করে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে।

১৪৩ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু নিয়ে নিউইর্য়কের লাগর্ডিয়া বিমানবন্দর থেকে থেকে টেক্সাসের ডালাসে যাচ্ছিল বোয়িং ৭৩৭ ফ্লাইটটি। ঘটনায় এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ যাত্রী।

ফিলাডেলফিয়া ফায়ার কমিশনার আদম থিয়েল জানিয়েছেন, ফ্লাইটটির একটি ইঞ্জিন থেকে তেল লিক করার ফলেই দ্রুত আগুন ধরে যায়। আগুনের তাপে বিমানের একটি জানলা ভেঙে যাওয়ায় সমস্যা আরও গুরুতর হয়। দুর্ঘটনার সময় ফ্লাইটটি ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল।

দুর্ঘটনাগ্রস্ত বিমানের এক যাত্রী জানায়, ফ্লাইটটি মাঝআকাশে উড়ার সময় অনেক যাত্রীই ঘুমাচ্ছিলেন। আগুনের তাপে গুরুতর জখম মহিলা জোড়ে চিৎকার করেন। এরপর সবার মুখের সামনে অক্সিজেন মাস্ক ঝুলে পড়ে। আতঙ্কে যাত্রীরা কাঁদতে শুরু করেন।

তবে ইঞ্জিনে আগুন ধরা অবস্থাতেই ফ্লাইটটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন পাইলট।

জানা গেছে, এই ফ্লাইটের পাইলট আগে নৌ বাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট ছিলেন।

এপ্রিল ১৯, ২০১৮

মন্তব্য করুন: