• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

জীবন-যাপন

প্রস্রাব পরীক্ষা করেই ক্যানসার সনাক্ত করা যাবে 

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ০৬:৫৫, ২৯ এপ্রিল ২০১৮

প্রস্রাব পরীক্ষা করেই ক্যানসার সনাক্ত করা যাবে 

কেউ ক্যানসার আক্রান্ত কি না, প্রস্রাবের নমুনা পরীক্ষা করেই বলে দেওয়া যাবে। এমনই একটি কিট আবিষ্কার করেছে জাপানি সংস্থা হিতাচি। 

হিতাচি কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কিট বিশ্বে এই প্রথম। এটি ব্রেস্ট ও কোলন ক্যানসার নির্ভুল ভাবে নির্ণয় করতে সক্ষম।

তবে, সাধারণ তাপমাত্রায় এই কিট ইউরিন বিশ্লেষণ করতে সক্ষম কি না, এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

হিতাচি জানিয়েছে, সাধারণ তাপমাত্রায় ২৫০ প্রস্রাবের নমুনা পরীক্ষা করে, ফলাফল বুঝেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

চিকিৎসকরা মনে করেন, এই কিট বাজারে এলে, ক্যানসার নির্ণয় অনেকটাই সহজ হয়ে যাবে। #

মন্তব্য করুন: