• ঢাকা

  •  বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বিনোদন

'কাস্টিং কাউচ রেপের থেকে ভালো'

রঙ্গমঞ্চ ডেস্ক

 প্রকাশিত: ০৫:৪৯, ২ মে ২০১৮

'কাস্টিং কাউচ রেপের থেকে ভালো'

কাস্টিং কাউচ নিয়ে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি। সম্প্রতি এর প্রতিবাদে তেলুগু ফিল্ম চেম্বার অব কমার্সের বাইরে টপলেস হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি। এবার কাস্টিং কাউচের সমর্থনেই কার্যত মুখ খুললেন বিশিষ্ট কোরিওগ্রাফার সরোজ খান।

বর্ষীয়ান এই কোরিওগ্রাফারের কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি।

এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, 'এটা নতুন নয়। অ্যাডামের সময় থেকে চলে আসছে। সমাজ সব সময় মেয়ের সুবিধা নিতে চায়। সরকারও চায়। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিকে দোষ দেওয়া কেন? অন্তত এখানে ধর্ষণ করে ফেলে দেওয়া হয় না। কাজ দেওয়া হয়।'

সরোজ খানের মতে, অনেকেই সফল কেরিয়ার না গড়তে পেরে, ইন্ডাস্ট্রিকে দোষ দিয়ে থাকেন। তার কথায়, 'তোমার যদি খারাপ হাতে যাওয়ার ইচ্ছা না থাকে, যেও না। নিজের প্রতিভা দিয়ে কাজ করে দেখাও। তবে ইন্ডাস্ট্রির বদনাম করো না।'

প্রসঙ্গত, কাস্টিং কাউচের অভিযোগ নতুন নয়। তবে কেরিয়ারের শুরুতে এই ধরনের প্রস্তাব নিয়ে মুখ খোলা শুরু করেছেন বলিউড অভিনেতারা।

এপ্রিল ৩০, ২০১৮

মন্তব্য করুন: