• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জীবন-যাপন

তেলাপিয়া মাছের চামড়া দিয়ে ভ্যাজাইনা

জীবন-যাপন ডেস্ক

 প্রকাশিত: ১০:১১, ২ জুন ২০১৮

তেলাপিয়া মাছের চামড়া দিয়ে ভ্যাজাইনা

তেলাপিয়া মাছের চামড়া দিয়ে তৈরি যৌনাঙ্গ সফলভাবে অস্ত্রোপচার করে স্থাপন করা হলো মানব শরীরে। অস্ত্রোপচারটি করা হয়েছে ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যদিয়ে চিকিৎসাবিজ্ঞানে সুচনা হলো নতুন অধ্যায়ের।

২৩ বছর বয়সি ব্রাজিলের তরুনী জুসিলিন মারিনহো (Jucilene Marinho) ভ্যাজাইনা ছাড়াই জন্মেছিলেন। গবেষকরা তেলাপিয়া মাছের আঁশ দিয়ে তৈরি কৃত্রিম ভ্যাজাইনা তার শরীরে স্থাপন করে দিয়েছেন। অস্ত্রোপচারের পর থেকে ভীষণ খুশি জুসিলিন মারিনহো। তিনি এখন স্বাভাবিক যৌন জীবন উপভোগ করতে পারছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে মাছের ওই চামড়া বিশেষভাবে পরিস্কার করা হয়। তারপর গবেষণাগারে ভাইরাস নষ্ট করতে আরও একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় মাছের চামড়াটিকে। পরে মাছের চামড়াটি জুসিলিন মারিনহোর শরীরের বসিয়ে একেবারে বিলীন করে দেওয়া হয়। এরপর সেটাকে টিস্যুতে পরিণত করা হয়।
 
তিন সপ্তাহ হাসপাতালে কাটিয়ে এসে জীবনে প্রথমবার সেক্স করেন তিনি।

জুন ২, ২০১৮

মন্তব্য করুন: