• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ০৫:১৮, ৫ জুন ২০১৮

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল খাদ্য ও পণ্য সামগ্রী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম এ জরিমানা করেন। 

ইউএনও ফারহানা করিম বলেন, গৌরীপুর শহরের মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন সেমাই, চা পাতা, কয়েল, নিষিদ্ধ পলিথিন ও ভেজাল গুড়া মসলা বিক্রির দায়ে ব্যবসায়ী বিজয় সরকারকে ১০ হাজার টাকা, শ্যামল চন্দ্র পোদ্দারকে ১ হাজার ৫০০ টাকা, সুমন দেবনাথকে ২ হাজার টাকা, প্রদীপ চন্দ্র দেবনাথকে ২ হাজার টাকা ও সুজন মোদককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ভেজাল খাদ্য ও পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান ইউএনও ফারহানা।

অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (ওসি) আপারেশন মো. আব্দুল কাইয়ুম, গৌরপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।

জুন ০৪, ২০১৮

মন্তব্য করুন: