• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

খেলার মাঠে

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৬:৩৩, ১০ জুন ২০১৮

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: উরুগুয়ে

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০১৮। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ৩২টি দেশ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলের প্রথম চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে ফুটবল টিমের বিস্তারিত।

উরুগুয়ে (গ্রুপ-এ)
ফিফা র‌্যাংকিং: ১৭
বিশ্বকাপ খেলছে: ১৩ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০
শেষ বিশ্বকাপ: ২০১৪
সেমিফাইনাল: ৫ বার
ফাইনাল: ২ বার
চ্যাম্পিয়ন: ২ বার (১৯৩০ ও ১৯৫০)
পরিসংখ্যান: ম্যাচ-৫১, জয়-২০, ড্র-১২, হার-১৯, গোল করেছে-৮১, গোল খেয়েছে-৭০।

কোচ: অস্কার ওয়াশিংটন তাবারেজ

স্কোয়াড:
গোলকিপার: ফার্নান্ডো মুসলেরা, মার্টিন ক্যাম্পানা, মার্টিন সিলভা।

ডিফেন্ডার: জোস গিমেনেজ, দিয়োগে গোডিন, গুইলেরমো ভারেলা, গ্যাস্টন সিলভা, ম্যাক্সিমিলিয়ানো পেরেরা, সেবাস্তিয়ান কোটস, মার্টিন সাসেরেজ।

মিডফিল্ডার: কার্লোস স্যাঞ্চেজ, রডরিগো বেনতাঙ্কুর, ক্রিশ্চিয়ান রডরিগেজ, নাহিতান নানদেজ, লুকাস তোরেরা, মাতিয়াস ভেসিনো, দিয়েগো লাক্সাল্ট।

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, জর্জিয়ান ডি আরাসকায়েতা, ক্রিশ্চিয়ান স্টুয়ানি, জোনাথন উরেতাভিসকায়া, এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।

গ্রুপে প্রতিপক্ষ: রাশিয়া, সৌদি আরব, মিশর৷

সূচি:
১৫ জুন: মিশর (একাতেরিনবার্গ, বিকেল ৫.৩০)
২০ জুন: সৌদি আরব (রস্তভ-অন-ডন, রান ৮.৩০)
২৫ জুন: রাশিয়া (সামারা, সন্ধ্যা ৭.৩০)

মন্তব্য করুন: