• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

খেলার মাঠে

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: মিশর

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৬:০৫, ১১ জুন ২০১৮

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: মিশর

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০১৮। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ৩২টি দেশ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলে মিশর ফুটবল টিমের বিস্তারিত-

মিশর (গ্রুপ-এ)
ফিফা র‌্যাংকিং: ৪৫
বিশ্বকাপ খেলছে: ৩ বার (১৯৩৪, ১৯৯০ ও ২০১৮)
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪
শেষ বিশ্বকাপ: ১৯৯০
সেমিফাইনাল: ০
ফাইনালে উঠেছে: ০
পরিসংখ্যান: ম্যাচ-৪, জয়-০, ড্র-২, হার-২, গোল করেছে-৩, গোল খেয়েছে-৬।

কোচ: হেক্টর কুপার

স্কোয়াড:
গোলকিপার: এসাম এল হাদারি, মহম্মদ এল শেনাওয়ি, শেরিফ একরামি।

ডিফেন্ডার: আলি গাবর, আহমেদ এল মহামদি, আহমেদ হেগাজি, আহমেদ ফাতি, আইমান আশরাফ, মহম্মদ আবদেলশাফি, মাহমুদ হামদি, সামির সাদ।

মিডফিল্ডার: ওমর গাবের, স্যাম মরসি, তারেক হামেদ, মহম্মদ এলনেনি, আবদালা সাইদ, ত্রেজেগুয়েত।

ফরোয়ার্ড: মারওয়ান মহসেন, মহম্মদ সালাহ, কাহরাবা, রামাদান সোভি, শিকাবালা, আমর ওয়ারদা।

গ্রুপে প্রতিপক্ষ: রাশিয়া, সৌদি আরব, উরুগুয়ে।

সূচি:
১৫ জুন: উরুগুয়ে (একাতেরিনবার্গ, বিকাল ৫.৩০)
১৯ জুন: রাশিয়া (সেন্ট পিটার্সবার্গ, রাত ৯.৩০)
২৫ জুন: সৌদি আরব (ভলগোগার্ড, সন্ধ্যা ৭.৩০)

মন্তব্য করুন: