• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

খেলার মাঠে

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুন ২০১৮

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: পর্তুগাল

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০১৮। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ৩২টি দেশ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল ফুটবল টিমের বিস্তারিত-

পর্তুগাল (গ্রুপ-বি)
ফিফা ব়্যাংকিং: ৪
বিশ্বকাপ খেলছে: ৭ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৬৬
শেষ বিশ্বকাপ: ২০১৪
সেমিফাইনাল: ২ বার
ফাইনাল: ০
পরিসংখ্যান: ম্যাচ-২৬, জয়-১৩, ড্র-৪, হার-৯, গোল করেছে-৪৩, গোল খেয়েছে-২৯।

কোচ: ফার্নান্ডো স্যান্টোস

স্কোয়াড:
গোলকিপার: অ্যান্থনি লোপেজ, বেটো, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ব্রুনো আলভেস, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রুবেন ডায়াস, রিকার্ডো, সেডরিক।

মিডফিল্ডার: বার্নাদো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও মারিও, জোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্ডেজ, উইলিয়াম, আদ্রিয়েন সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে সিলভা, বার্নান্ডো সিলভা, জেসন মার্টিনস, গঞ্জালো গুইডেজ, রিকার্ডো কুয়ারেসমা।

গ্রুপে প্রতিপক্ষ: স্পেন, মরক্কো, ইরান

সূচি:
১৫ জুন: স্পেন (সোচি, রাত ১১.৩০)
২০ জুন: মরক্কো (মস্কো, বিকেল ৫.৩০)
২৫ জুন: ইরান (সরানস্ক রাত ১১.৩০)

মন্তব্য করুন: