• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খেলার মাঠে

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: জার্মানি

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৬:২৭, ১৪ জুন ২০১৮

ফিফা বিশ্বকাপ ২০১৮ টিম ডিটেইলস: জার্মানি

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০১৮। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ৩২টি দেশ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি ফুটবল টিমের বিস্তারিত-

জার্মানি (গ্রুপ-এফ)
ফিফা ব়্যাংকিং: ১
বিশ্বকাপ খেলছে: ১৯ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪
শেষ বিশ্বকাপ: ২০১৪
সেমিফাইনাল: ১৩ বার
ফাইনাল: ৮ বার
চ্যাম্পিয়ন: ৪ বার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)
পরিসংখ্যান: ম্যাচ-১০৬, জয়-৬৬, ড্র-২০, হার-২০, গোল করেছে-২২৪, গোল খেয়েছে-১২১

কোচ: জোয়াকিম লো

স্কোয়াড:
গোলকিপার: ম্যানুয়েল ন্যুয়ের, কেভিন ট্র্যাপ, মার্ক-আন্দ্রে তের স্তেজেন।

ডিফেন্ডার: মার্ভিন প্লাতেনহার্দৎ, জোনাস হেক্টর, ম্যাথিয়াস জিন্টার, ম্যাটস হুমেলস, নিকলাস সুয়েলে, অ্যান্তনিও রুয়েডিগার, জেরম বোটেং, জোসুয়া কিমিখ।

মিডফিল্ডার: স্যামি খেদিরা, জুলিয়ান ড্র্যাক্সলার, টনি ক্রুজ, মেসুট ওজিল, থমাস মুলার, লিয়ঁ গোরেৎজকা, সেবাস্তিয়ান রুডি, জুলিয়ান ব্র্যান্ড, ইলকাই গুন্দোয়ান।

ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার, মার্কো রিয়াস, মারিও গোমেজ।

গ্রুপে প্রতিপক্ষ: মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

সূচি:
১৭ জুন: মেক্সিকো (মস্কো, রাত ৮.৩০)
২৩ জুন: সুইডেন (সোচি, রাত ১১.৩০)
২৭ জুন: দক্ষিণ কোরিয়া (কাজান, সন্ধ্যা, ৭.৩০)

মন্তব্য করুন: