• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

হুমকির শিকার লেখিকা শর্বরী জোহরা আহমেদ

ডেস্ক নিউজ

 প্রকাশিত: ০৮:০৬, ১৪ জুন ২০১৮

হুমকির শিকার লেখিকা শর্বরী জোহরা আহমেদ

যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ কোয়ান্টিকো ঘিরে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির শিকার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা শর্বরী জোহরা আহমেদ। তাকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে পেয়েছেন প্রাণনাশের হুমকিও। একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে খবরটি সম্প্রচারিত হতেই শুরু হয়েছে বিতর্ক।

জানা গেছে, কোয়ান্টিকো’র ‘দ্য ব্লাড অফ রোমিও’ পর্বটি ঘিরেই বিতর্কের শুরু। কাহিনীর চরিত্র অ্যালেক্স পারিশ একটি জঙ্গি হামলার পরিকল্পনাকে বানচাল করে দেয়। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

পর্বটিতে দেখানো হয়েছে, কাশ্মীরে এক সম্মেলনের আগে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং কয়েকজন হিন্দুত্ববাদী এতে জড়িত। হামলার পর তারা দোষ দিতে চেয়েছিলেন পাকিস্তানকে।

পর্বটি সম্প্রচার হতেই সোশ্যাল সাইটে তীব্র আক্রমণের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। পরে প্রিয়াঙ্কা চরিত্রটিতে অভিনয় করার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন।

এবার টার্গেট কোয়ান্টিকো সিরিজের লেখিকা শর্বরী জোহরা আহমেদ নামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তবে সেই বিতর্কিত কাহিনীর সঙ্গে তার কোনও যোগ নেই। যেসব লেখক কোয়ান্টিকোর কাহিনী লিখে থাকেন, শর্বরী জোহরা আহমেদ সেই টিমে ছিলেন। মাত্র দুটো পর্বের কাহিনী রচনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। তার একটি তিনি একাই লিখেছিলেন, আর দ্বিতীয়টির দু’জন লেখকের তিনি ছিলেন একজন।

শর্বরী আহমেদ বারবার তার টাইমলাইনে একথা উল্লেখ করার পরেও, হিন্দু জাতীয়তাবাদীরা তাকে আক্রমণ চালিয়েই যাচ্ছে। হুমকি দাতাদের দাবি, হিন্দুদের বিরুদ্ধে ইসলামপন্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন শর্বরী।

শর্বরী জোহরা আহমেদ জানিয়েছেন, তিনি আশা করছিলেন যে, যখন তারা জানতে পারবে এই পর্বটির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই, তখন তারা চুপ করে যাবেন। কিন্তু সেরকম কিছু হয়নি। আক্রমণের মাত্রা খুব দ্রুতই বেড়েছে। এসব এতোই হিংস্র হয়ে উঠেছে যে, যারা আমাকে সমর্থন করছেন তাদেরকেও তারা হামলা ও ধর্ষণের হুমকি দিচ্ছেন।

হুমকিদাতারা তাকে ভারত বিরোধী ও হিন্দু বিরোধী প্রচারের একজন মুসলিম এজেন্ট হিসেবে দেখছেন। এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা গুগলে সার্চ করে অথবা স্ক্রিনে যাদের নাম লেখা থাকে সেই তালিকা দেখে জেনে নিতে পারেন, আসল সত্যটা কী।

জুন ১৪, ২০১৮

মন্তব্য করুন: