• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খেলার মাঠে

উদ্বোধনী ম্যাচে ৫-০ গোলে রুশ বিপ্লব

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৫:০৯, ১৫ জুন ২০১৮

উদ্বোধনী ম্যাচে ৫-০ গোলে রুশ বিপ্লব

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ উদ্বোধনীতে একপেশি ম্যাচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। বিশ্বকাপে ফিফা ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল রাশিয়ার (৭০) চেয়ে তিনধাপ এগিয়ে থাকলেও ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সৌদি আরব।

উদ্বোধনী ম্যাচে ৫-০ ব্যবধানে গ্রুপ এ’র প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে শুরু করল পুতিনের দেশ।

প্রথমার্ধে ফিফার ক্রমতালিকায় পিছিনে থাকা দুই দলই একাধিকবার আক্রমণে উঠলেও শুরুতে কোনও দলই গোল করতে পারেনি। এরপর ১২ মিনিটের মাথায় অ্যালেকজান্দ্রো গোলোভিনের ক্রস থেকে হেডে গোল য়ুরি গাজিনস্কির। একেবারে আনমার্ক অবস্থায় হেডের সহজ সুযোগ পেয়ে কোনও ভুল করেননি গাজিনস্কি।

৪৩ মিনিটে রাশিয়া হয়ে সৌদির জালে বল জড়িয়ে দেন শেরিসেভ। 

ম্যাচের ৭১ মিনিটে আলেকজান্দ্রো গোলোভিনের ক্রস থেকে বিশ্বমানের হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন রুশ স্ট্রাইকার অর্টেম জিউবা। এরপর অতিরিক্ত সময়ের ৯১ ও ৯৫ মিনিটে শেরিসেভ ও গোভোলিন একটি করে গোল করলে ৫-০ ম্যাচ জেতে রাশিয়া।

অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে গোল করেন গোভোলিন। তার আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনেস শেরিসেভ।

টানা আট মাস পর জয়ের স্বাদ পেল রাশিয়া। শেষবার গত বছর অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচে জয় পেয়েছিল তারা।

বড় ব্যবধানে হারে হতাশ সৌদির আর্জেন্তাইন কোচ পিজ্জি। তিনি বলেন, এত বড় ব্যবধানে হার সত্যিই মেনে নেওয়া যায় না। এই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচে অবশ্যই জিততে হবে।

জুন ১৪, ২০১৮

মন্তব্য করুন: