• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খেলার মাঠে

রোনালদো হ্যাট্রিকে পর্তুগাল-স্পেন ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৬:২১, ১৬ জুন ২০১৮

রোনালদো হ্যাট্রিকে পর্তুগাল-স্পেন ম্যাচ ড্র

রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে হারা ম্যাচ ড্র করালেন পর্তুগাল ক্যাপটেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

স্পেনের বিরুদ্ধে তার তিনটি গোল দেখে বিশ্বকাপের শুরুতেই বলতে হচ্ছে গোলমেশিন রোনাল্ডো হইতে সাবধান। প্রথম ম্যাচেই রণহুংকার দিয়ে রাখলেন সি আর সেভেন।

দিনের সেরা গোলটি এলো ৮৮ মিনিটে রোনাল্ডোর পা থেকে। অবিশ্বাস্য এক ফ্রি কিকে গোল করে ৩-৩ করেন তিনি।

ম্যাচের প্রথমার্ধের ৪ মিনিটে নাচোর ফাউলে পেনাল্টি পায় পর্তুগাল। সেই পেনাল্টি থেকে প্রথম গোল ইউরো চ্যাম্পিয়নদের। স্পটকিকে গোল করতে কোনও ভুল করেননি রোনালদো। এরপর ২৪ মিনিটে পর্তুগালের জালে বল জড়িয়ে স্পেনকে ম্যাচে ফেরান দিয়েগো কোস্তা। পর্তুগালের বক্সে জোড়া ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত গোল কোস্তার। ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে আরও একটি গোল রোনাল্ডোর। এবার ৪৪ মিনিটের রোনাল্ডো জোরালো শট স্প্যানিস গোলকিপার ডেভিড ডি’গেয়ার হাতে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ২-১ এগিয়ে থেকে মাঠ ছাড়ে রোনালদোরা।

দ্বিতীয়ার্ধে স্প্যানিশ রক্ষণভাগের সামনে কোনও সুবিধা করে উঠতে পারেনি পর্তুগাল। জোর্দি আলবা, জেরার্ড পিকেদের সামনে গোলমুখ খুলতে সমস্যায় পড়ে পর্তুগাল। নিজেদের গুছিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে আধিপত্য শুধুই স্পেনের।  পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুর ৯ মিনিটের মাথাতে ফ্রি-কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল কোস্তার।

খেলার ৮৮ মিনিটে ফ্রি-কিক থেকে শেষ গোলটি করে ম্যাচ ৩-৩ করে দেন রোনাল্ডো।

রোনালদোর এটি ৫১তম হ্যাট্রিক। কাকতালীয়ভাবে এটি ফিফা বিশ্বকাপেরও ৫১তম হ্যাট্রিক।

জুন ১৬, ২০১৮

মন্তব্য করুন: