• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

খেলার মাঠে

চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে প্রথম ম্যাচেই হতাশার ড্র ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৪:৩৪, ১৮ জুন ২০১৮

চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে প্রথম ম্যাচেই হতাশার ড্র ব্রাজিলের

অঘটনের তালিকা আরও দীর্ঘ হলো। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে।

খেলা শুরুর ২০ মিনিটে ফিলিপ কুটিনহোর দুরন্ত গোলে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় হফেনহেইমের মিডফিল্ডার স্টিভেন জুবের কর্ণার কিক থেকে হেডারে ব্রাজিলের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। বাকি সময় ব্রাজিল মরিয়া আক্রমণে গিয়েও ম্যাচের স্কোরলাইন বদলাতে পারেনি।

মেসির মতো এক মুহূর্তের জন্যও খালি জায়গা ছেড়ে রাখা হয়নি নেইমারের আশেপাশে। প্রতিপক্ষের বেড়াজাল ভাঙতে পারেননি নেইমার।

সুইসরা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেলেও ধৈর্য্যচ্যুতি ঘটায় তা কাজে লাগাতে পারেনি।

ঘরের মাঠে গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোলের দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায় ব্রাজিলকে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভাল হলেও ম্যাচ জুড়ে আধিপত্য দেখাতে পারেনি নেইমার, জেসুস, কুটিনহোরা। ফলে শুরুতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

জুন ১৮, ২০১৮

মন্তব্য করুন: