• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

খেলার মাঠে

কলম্বিয়াকে হারিয়ে জাপানের বিশ্বকাপ যুদ্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৪:৫৯, ২০ জুন ২০১৮

কলম্বিয়াকে হারিয়ে জাপানের বিশ্বকাপ যুদ্ধ ঘোষণা

ব্রাজিল বিশ্বকাপে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল কলম্বিয়া। আর রাশিয়া বিশ্বকাপে সেই শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের যুদ্ধ ঘোষণা করলো সূর্যোদয়ের দেশ জাপান। 

এইচ গ্রুপের লড়াইয়ে শক্তিশালী কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেই ম্যাচেরই যেন বদলা নিলো এশিয়ান জায়েন্টরা।

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যান্ডবল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান ফুটবলার কার্লোস সাঞ্চেজ। মাত্র ২ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন কাগাওয়া।

দশ জনে খেললেও লড়াই করে একসময় সমতায় ফেরে কলম্বিয়া। ৩৮ মিনিটে ফ্রি-কিক থেকে জাপানের জালে বল ঠেলে দেন কলম্বিয়ার ফুটবলার কুইন্টারো।

সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে জাপানকে ছাপিয়ে যেতে পারেননি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে ওসাকোর হেডে ফের এগিয়ে যায় জাপান। শেষ বাঁশি বাজার ১৭ মিনিট আগে জাপানের গোলটিই কলম্বিয়ার কফিনে শেষ পেরেক।

সেরা দল হিসেবে চলতি বিশ্বকাপের আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিলের পর কলম্বিয়াও মুখ থুবড়ে পড়লো।

জুন ১৯, ২০১৮

মন্তব্য করুন: