• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভিনদেশ

গাড়ি নিয়ে রাস্তায় সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:১২, ২৪ জুন ২০১৮

গাড়ি নিয়ে রাস্তায় সৌদি নারীরা

ইতিহাসে এই দিনটি লেখা থাকবে স্বর্ণাক্ষরে। রাতভর রাস্তায় ভিড়। উল্লসিত মহিলারা রাতভর রিয়াদের রাস্তায় একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ রাস্তায় পুলিশের হাতে ফুল তুলে দিচ্ছেন।

কড়া ইসলামি শাসনের বাঁধন ছিড়ে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের পরিকল্পনা অবশেষে রাজপথে সফলতা পেলো।

রবিবার (২৪ জুন) মধ্যরাত পার হতেই সৌদি আরবে উঠে গেল মহিলাদের প্রকাশ্যে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা আইন।

সকাল হতেই একের পর এক ছবিতে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে দেখা যায় আরব মহিলাদের গাড়ি চালানোর বিভিন্ন মুহূর্ত।

এটি এমন এক সময় যখন আরব দেশে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে খোদ রাজপরিবার। ইবনে সৌদের তৈরি আরব বুনিয়াদের উপর চলছে সংস্কারের প্রলেপ।

২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মহিলাদের রাস্তায় গাড়ি চালানোর অনুমুতি দেন। তিনি ঘোষণা দেন, ২০১৮ সালের ২৪ জুন থেকে মহিলারা রাস্তায় গাড়ি চালাতে পারবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত জুন মাসে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর হাজারো সৌদি মহিলা চালকেরা রবিবার গাড়ি চালাতে শুরু করলেন।

জুন ২৪, ২০১৮

মন্তব্য করুন: