• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খেলার মাঠে

দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল খেলবে উরুগুয়ের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৯:১২, ২৬ জুন ২০১৮

দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল খেলবে উরুগুয়ের বিপক্ষে

গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র (১-১) করে বিশ্বকাপের শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল।

শেষ ম্যাচে ড্র কিন্তু প্রথম ও দ্বিতীয় ম্যাচে জয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছল পর্তুগাল।

গ্রুপ বি-এর শেষ দু’টি ম্যাচ রোমাঞ্চেকর ছিল। টানটান উত্তেজনায় শেষ হয় ইরান-পর্তুগাল এবং স্পেন-মরক্কো ম্যাচ। দু’টি ম্যাচই শেষ মুহূর্তে ড্র হয়। কিন্তু পাঁচ পয়েন্ট করে নিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছে যায় পর্তুগাল ও স্পেন।

মরডোভিয়া এরিনা স্টেডিয়ামে ২৫ জুন ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন রিকার্ডো কারেসমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ২-০ করার সুযোগ ছিল পর্তুগালের সামনে। ৫৩ মিনিটে রোনালদোর পেনাল্টি শট ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক আলি বেইরানভান্দ।

রোনালদো পেনাল্টি মিস করলেও ভুল করেননি ইরানের করিম আনসারিফার্দ। ম্যাচের অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে ম্যাচ ১-১ করেন তিনি।

আগামী শনিবার (৩০ জুন) গ্রুপ-এ চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল।

জুন ২৬, ২০১৮

মন্তব্য করুন: