• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খেলার মাঠে

শততম গোলের মধ্যদিয়ে ২য় রাউন্ডে মেসি বাহিনী

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৪:১৯, ২৭ জুন ২০১৮

শততম গোলের মধ্যদিয়ে ২য় রাউন্ডে মেসি বাহিনী

বাঁচা-মরার লড়াইয়ে নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে নান্দনিক গোল করে আর্জেন্টিনার জয়ের দ্বার উন্মোচন করেন। এটি ২০১৮ বিশ্বকাপে মেসির প্রথম গোল এবং রাশিয়া বিশ্বকাপে শততম গোল।

২০১৪ বিশ্বকাপের শততম গোলটি করেছিলেন ব্রাজিল দলের তারকা ফুটবলার নেইমার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিক্টর মোজেসের গোলে সমতা ফেরায় নাইজেরিয়া। দ্বিতীয়ার্ধে শেষের দিকে মার্কোস রোজোর গোলে শেষ ২য় রাউন্ড নিশ্চিত করে মেসি বাহিনী।

ম্যাচের ২৭ মিনিটে মেসির দারুণ পাসে গোলের সুযোগ ছিল হিগুয়েনের। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। ৩৪ মিনিটে আবারও গোল পেতে পারতেন মেসি।  ডি-বক্সের একটু বাইরে থেকে আর্জেন্টিনা অধিনায়কের ফ্রি-কিকে বল লাগে পোস্টে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৬ মিনিটের মাথায় সমতা ফেরায় নাইজেরিয়া। খেলার ৮৬ মিনিট পর্যন্ত স্কোর ছিল ১-১। কিন্তু এরপরই গোল করে দলকে জয় এনে দেন রোজো।

নাইজেরিয়াকে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারানোর পর লিও বলেন, ‘আমরা অনেক ভুগেছি। খুব কঠিন পরিস্থিতি ছিল। আমাদের সবার জন্য এটা অনেক বড় স্বস্তির। এতটা সমস্যায় পড়তে হতে পারে তা আমরা ভাবিনি।’

আগামী শনিবার ‘সি’ গ্রুপ সেরা ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

জুন ২৭, ২০১৮

মন্তব্য করুন: