• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

গাজীপুরের সিটি নির্বাচনে জাহাঙ্গীর বিজয়ী

ডেস্ক নিউজ

 প্রকাশিত: ০৪:৫৪, ২৭ জুন ২০১৮

গাজীপুরের সিটি নির্বাচনে জাহাঙ্গীর বিজয়ী

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীকের জাহাঙ্গীর বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের হাসান উদ্দিন সরকারকে।

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর রাতে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করা হয়। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন জাহাঙ্গীর।

১১ লাখ ৩৭ হাজার ভোটারের এ সিটির ৪২৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। 

ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটসহ বিভিন্ন অনিয়মের কারণে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ফলে বাকি ৪১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে।

বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৩৩৮টি কেন্দ্রের ফল ঘোষণা করেন তিনি। তাতে নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৮৬ ভোট।

অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৩২৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে ২১ হাজার ৭২৪ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন মোমবাতি প্রতীকে ১ হাজার ৬১৪ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কাজী মো. রুহুল আমিন কাস্তে প্রতীকে ৭৬২ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ টেবিল ঘড়ি প্রতীকে ১ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।

জুন ২৭, ২০১৮

মন্তব্য করুন: