• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

খেলার মাঠে

বিশ্বচ্যাম্পিয়নদের বাড়ি পাঠালো দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ০৪:৩৭, ২৮ জুন ২০১৮

বিশ্বচ্যাম্পিয়নদের বাড়ি পাঠালো দক্ষিণ কোরিয়া

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম রাউন্ডে বিদায় নিতে হলো জার্মানদের। বুধবার (২৭ জুন) কাজান এরিনায় গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

বিশ্বকাপের আগে জার্মানির পারফরম্যান্স ছিল রীতিমতো ঈর্ষনীয়। কোয়ালিফায়ারে অপরাজিত থেকে রাশিয়া বিশ্বকাপের ছাড়পত্র আদায় করেছিল তারা। ১০ ম্যাচের সবক’টিতে জয় পেয়েছিল। গোল করেছিল ৪৩টি। গোল খেয়েছিল করেছিল ৪টি।

জার্মানি-কোরিয়া ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে। ইনজুরি টাইমে ৯০+৩ মিনিটে ইয়ুং-গউন কিম ও ৯০+৬ মিনিটে হিউং-মিন সন জার্মানির জালে বল জড়িয়ে দেন। দক্ষিণ কোরিয়াই প্রথম এশিয়ান দল, যারা কোনও বিশ্বচ্যাম্পিয়ন দলকে প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজিত করলো।

১৯৩৮ সালের পর রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিল জার্মানি।

জুন ২৮, ২০১৮

মন্তব্য করুন: