• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশ

নেত্রকোনায় হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

নেত্রকোনা প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:০৫, ৫ জুলাই ২০১৮

নেত্রকোনায় হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

নেত্রকোনা: নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান হজ গমনে ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরুর আগে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন।

বুধবার (০৪ জুলাই)  হজ গমনে ইচ্ছুকরা স্বাস্থ্য পরীক্ষা করাতে সদর হাসপাতালে গেলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, নারী ও পুরুষসহ মোট ১৬৪ জনের আজ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে দুই ধরনের (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে স্বাস্থ্যসনদ দেওয়া হবে।

হজ গমনেচ্ছুরা সনদের জন্য সরকারি বা বেসরকারি অন্য কোনো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন না বলেও জানান স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

জুলাই ৫, ২০১৮

মন্তব্য করুন: