• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রবাসের কথা

‘আইডিসি-সিডিআই’র সদস্য হওয়ায় তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

জামান সরকার, ফিনল্যান্ড থেকে

 প্রকাশিত: ০৩:২৯, ১৫ জুলাই ২০১৮

‘আইডিসি-সিডিআই’র সদস্য হওয়ায় তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের পূর্ণাঙ্গ সদস্যপদের অসামান্য গৌরব অর্জন করায় করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।

সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ‘আইডিসি-সিডিআই’ নামে বিশ্বব্যাপী পরিচিত।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, ‘আইডিসি-সিডিআই’র সদস্যপদ লাভে গণতান্ত্রিক কার্যক্রমে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশসহ সারাবিশ্বে গণতন্ত্রের হাতকে যেমন দৃঢ় ও মজবুত করবে; তেমনি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলতেও গণ-মানুষের অমিত তেজ ও অদম্য মনোবলকে উৎসাহিত করবে।

অভিনন্দন বার্তায় প্রথমবারের মত বাংলাদেশ থেকে একমাত্র রাজনৈতিক দল বিএনপিকে পূর্ণাঙ্গ সদস্যপদে নির্বাচিত করায় আইডিসি-সিডিআই’র নির্বাহী কমিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।

দেশ ও দেশের বাইরে থাকা বিএনপির নেতাকর্মী ও অগণিত ভক্তদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানান ফিনল্যান্ড বিএনপি।

অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির জ্যেষ্ঠ নেতা জামান সরকার, দলের সক্রিয় নেতা মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান চপল, এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মোস্তাক সরকার, মিজানুর রহমান মিঠু, তাপস খান, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আশরাফ উদ্দিন, নাজমুল হাসান লিটন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল, আজহার খান প্রমুখ।

জুলাই ১৫, ২০১৮

মন্তব্য করুন: