• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

গৌরীপুর সংবাদদাতা

 প্রকাশিত: ০৩:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২ সেপ্টেম্বর) শ্রী কৃষ্ণের ৫০২৪ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

সকাল ১১টায় গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ মন্দির ও বাগানবাড়ি পূজা মন্দির থেকে আনন্দ র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে এসে মিলিত হয়।
  
র‌্যালি পূর্বক আলোচনা সভায় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি অরুন চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র করের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মোঃ আজাদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, ময়মনুসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হাসান অনু, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, আ’লীগ নেতা রুহি দাস আচার্য্য, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব কুমার মন্ডল প্রমুখ।

সেপ্টেম্বর ০৩, ২০১৮

মন্তব্য করুন: