• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ০৩:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সম্ভবনাকে কাজে লাগিয়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কৃষ্ণচূড়া চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংগঠন ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন আওয়ার্ড’ ও ‘এসিক এসোসিয়শন’।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক হারুন আল বারী, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, ক্রিয়েটিভ এসোসিয়শনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, ডা. একেএম মাহফুজুল হক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক দিলীপ কুমার দাস, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, ব্যবসায়ী হারুন অর রশীদ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীণ নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যাক্তিবর্গের সমাধি। এছাড়াও রয়েছে বীরঙ্গনা সখিনার সমাধি, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার দৃষ্টিনন্দন পিতলের মুর‌্যালসহ বঙ্গবন্ধু চত্বর, দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য। স্থাপনাগুলোর সম্ভবনাকে কাজে লাগিয়ে গৌরীপুরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়, সেপ্টেম্বর ২৮, ২০১৮

মন্তব্য করুন: