• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জীবন-যাপন

করোনায় পুরুষের মৃত্যুর হার কেন বেশি

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ১৭:১১, ২৫ মার্চ ২০২০

করোনায় পুরুষের মৃত্যুর হার কেন বেশি

সারা পৃথিবীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই সাড়ে ৪ লাখের বেশি মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে এই মারণ ভাইরাস। মৃত্যু হয়েছে অন্তত ২০ হাজার জনের। আর এই মৃত্যুর মিছিলে পুরুষের পরিমাণ মহিলাদের তুলনায় অনেকটাই বেশি, এমনটাই বলছেন পর্যবেক্ষকরা।

ইতালির ন্যাশানাল হেলথ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ি, সেই দেশে আক্রান্তের ৬০ শতাংশ পুরুষ। মৃত্যুহারে আরও এগিয়ে পুরুষরা। যে ৬ হাজার মানুষ এ পর্যন্ত মারা গিয়েছেন তার ৭০ শতাংশই পুরুষ।

শুধু ইতালি নয় একই ট্রেন্ড দক্ষিণ কোরিয়াতেও। সেখানে আক্রান্তের ৫৪ শতাংশ পুরুষ। 

বিষয়টি নজরে এসেছে হোয়াইট হাউজেরও। হোয়াইট হাউজের তরফেও এই সংক্রমণ বিষয়ক কোঅর্ডিনেটার ডিবোরা ব্রিক্স বলেন, ইতালিতে দেখ যাচ্ছে, যে কোনও বয়েসের ক্ষেত্রেই মহিলার তুলনায় পুরুষ আক্রান্ত হচ্ছে অনেক বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন?

চিকিৎসকরা বলছেন, শরীরে পুরনো কোনও অসুখ থাকলে তবে করোনা সংক্রমণে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আর এখানেই হেরে যাচ্ছে পুরুষরা। 

চিকিৎসকরা বলছেন, তুলনামূলকভাবে পুরুষের জীবনযাপন অনিয়ন্ত্রিত। অপরিমিত নেশার ক্ষেত্রেও এগিয়ে পুরুষ আবার ক্রনিক কোনও রোগও পুরুষকে বেশি আক্রমণ করে।

যেমন, ১৯৯০ থেকে ২০১৭ পর্যন্ত মোট ১৯৬টি দেশে ঘুরে করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, দশ হাজার মানুষের মধ্যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিসে (সিওপিডি) আক্রান্ত হওয়ার হার পুরুষের ক্ষেত্রে ১ হাজার ১৮১ আর মহিলার ক্ষেত্রে ৯০৬। ১ হাজার ৯২৪ জন পুরুষ হৃদরোগে আক্রান্ত হলে মহিলা আক্রান্ত হন ১ হাজা ৪১২ জন।

ফলে চিকিৎসকদের মন্তব্য, এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় পুরুষকে সবার আগে বাদ দিতে হবে জীবনযাপনের অনিয়ন্ত্রণ। ত্যাগ করতে হবে কু-অভ্যাস।

অস্তিত্বই যখন সংকটে তখন নিজেকে বদলাতে পারবে কী পুরুষ, সেটাই দেখার। -নিউজ১৮

মন্তব্য করুন: