• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জীবন-যাপন

মৃত্যু আতঙ্কের মাঝে ভোজন বিলাসে এবার করোনা বার্গার

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৫:০৩, ২৭ মার্চ ২০২০

মৃত্যু আতঙ্কের মাঝে ভোজন বিলাসে এবার করোনা বার্গার

বার্গারের নাম শুনলেই কমবেশি সবারই জিভে জল এসে যায়।কারও পছন্দ চিকেন বার্গার, কারও চিজ বার্গার, কারও বিফ বার্গার আবার ভেজিটেবল বার্গার। এবার নতুন মহামারির সঙ্গে বাজারে আসলো করোনা বার্গার।

অবাক লাগছে তো? ভাবছেন আতঙ্কের আবহে এ আবার কি রসিকতা! আপনি যতোই অবাক হন না কেন, এখন ভিয়েতনামের রেস্তোরাঁ কাঁপাচ্ছে করোনা বার্গার।

ওই রেস্তোরাঁর রন্ধনশিল্পী হোয়াং টুং এবং তাঁর সহযোগীরা এই ধরনের বার্গার তৈরিতে ব্যস্ত। 

তিনি বলেন, “করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাঁদের মানসিকভাবে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। তাই আমরা বারবার প্রচার করছি যার ভয়ে কাঁটা, সেই শত্রুকে খেয়ে ফেলুন। তাই এই ধরনের বার্গার তৈরি করি।”

এবার নিশ্চয়ই ভাবছেন কেমন দেখতে ওই বার্গার? এই ধরনের বার্গার দেখতে খানিকটা গোল। মূলত করোনাভাইরাসের জীবাণুর রঙিন যে ছবি ভাইরাল হয়েছে, তেমনই দেখতে ওই বার্গার। বহু মানুষ এই ধরনের বার্গার খাচ্ছেন। দিনে গড়ে ৫০টি বার্গার বিক্রি হচ্ছে।

ভিয়েতনামেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ইতোমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই। তবে এই মারণ ভাইরাসে প্রাণহানি হয়নি কারও। আপাতত প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই বাড়ি বসে জমিয়ে চলছে করোনা বার্গার দিয়ে পেটপুজো। # সুত্র: সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন: