• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

৫০ হাজার টাকা হলে বেঁচে যাবে সোহাগ!

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১৩:০৯, ২৫ জানুয়ারি ২০১৭

৫০ হাজার টাকা হলে বেঁচে যাবে সোহাগ!

লালমনিরহাট: ৫০ হাজার টাকা। হয়তো কোন পরিবারের একদিনের পারিবারিক খরচ। অথচ সেই ৫০ হাজার টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মেধাবী ছাত্র সোহাগ।

সোহাগ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুনা ইউনিয়নের বালাপাড়ার দিনমজুর বাবুল হোসেনের ছেলে। সে বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্র।

বাবুল হোসেন জানান, দুই বছর আগে হঠাৎ জ্বর হয় সোহাগের। এতে তার বাম কানের পিছনের দিকে ফোঁড়ার মত ফুলে যায় আর প্রচন্ড ব্যাথাও শুরু হয়। ঔষুধ খেয়ে জ্বর সেরে গেলেও সেই ফোড়া আর ব্যাথার কোনো উন্নতি না হয়ে দিন দিন বাড়তে থাকে। কোনো ঔষুধে কোনো কাজ হয় না। এক সময় তা পেকে যায় আর সেটার ভিতর থেকে পুজ বের হতে থাকে। ওই ফোঁড়ার পুজ ধীরে ধীরে কানের ভিতর থেকে বের হওয়া  শুরু হয়। এ অবস্থায় সোহাগের কান বন্ধ হওয়ার উপক্রম। এখন অপারেশন করতে হবে। এতে প্রায় ৫০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু ওই টাকা তার পক্ষে যোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।

রংপুর নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. ফিরোজ হোসেন জানান, দ্রুত অপারেশনের মাধ্যমে সোহাগকে সুস্থ্য করে তুলতে হবে। তা না হলে দিনে দিনে তার অবস্থা আরও খারাপ হবে।

সোহাগের স্কুল শিক্ষক সরিফুল ইসলাম জানান, সোহাগ মেধাবী ছাত্র। কিন্তু অসুস্থ্যতার কারণে তার লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

জানুয়ারি ২৫, ২০১৭

মন্তব্য করুন: