• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

কর্মহীন শ্রমজীবীর তালিকায় সেনা সদস্য, শিক্ষক, ইউপি সদস্য ও ব্যবসায়ী!

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৬:৪৭, ২৬ জানুয়ারি ২০১৭

কর্মহীন শ্রমজীবীর তালিকায় সেনা সদস্য, শিক্ষক, ইউপি সদস্য ও ব্যবসায়ী!

লালমনিরহাট: কর্মসৃজন প্রকল্প। কর্মহীন শ্রমজীবিদের জন্য ৪০ দিনের কর্মসুচী। শ্রমজীবিদের নাম না থাকলেও ওই কর্মসুচীতে সেনা সদস্য, স্কুল শিক্ষক, ইউপি সদস্য ও ব্যবসায়ীদের নাম ঠিকই রয়েছে। তারা অনুপস্থিত থাকলেও টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, এ সময় মাঠে কাজ না থাকায় রাস্তাঘাট মেরামতের জন্য কর্মহীন শ্রমজীবীদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসুচি নিয়েছে সরকার। তালিকায় আদিতমারী উপজেলায় ১ হাজার ৭২৪ জন শ্রমিক রয়েছে। তারা প্রতিদিন মাটি কাটা বাবদ ২০০ টাকা করে মজুরী পবে।

কিন্তু ওই তালিকা থেকে অনেক কর্মহীন শ্রমজীবীদের নাম বাদ গেলেও দেখা গেছে, ২২৭ নং কার্ডধারী মফিজুল হক মহিষাশ্বহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ১৫৭ নং কার্ডধারী  ইমদাদুল হক, পাকা বাড়ি-গাড়ির মালিক। তিনি চট্টগ্রামে চাকুরী করেন। ৪৬ নং কার্ডধারী লেবু মিয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। ১৫৩ নং কার্ডধারী সংরক্ষিত মহিলা সদস্যার স্বামী আব্দুল হামিজ। ২০২ নং কার্ডধারী তোজাম্মেল হক প্রতিষ্ঠিত সার ব্যবসায়ী। তার ছেলে ইউপি সদস্য। ৬২ নং কার্ডধারী মানিক মিয়া ডিস ব্যবসায়ী।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে যারা অনুপস্থিত তারা মজুরী পাবেন না।

তবে জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান, নাম পরিবর্তনের সযোগ আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানুয়ারি ২৬, ২০১৭

মন্তব্য করুন: