• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা চলবে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৭:১৫, ২৯ জানুয়ারি ২০১৭

স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা চলবে

বাংলাদেশে জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধের বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বন্ধ না হওয়ার পক্ষে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

রোববার (২৯ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়।

এর আগে গত বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত রুলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য রোববার দিন ঠিক করেন হাইকোর্ট।

স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা চলবে

বাংলাদেশে জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধের বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে সম্প্রচার বন্ধ না হওয়ার পক্ষে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

রোববার (২৯ জানুয়ারি) রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত রুলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য রোববার দিন ঠিক করেন হাইকোর্ট।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং জি বাংলার পক্ষে আইনজীবী শামসুল হাসান শুনানি করেন।

জানুয়ারি ২৯, ২০১৭

মন্তব্য করুন: