• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভিনদেশ

মৃত্যুদণ্ড নিয়েও দাভোসে সুরের মোর্ছনা ছড়ালো আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:৫৪, ২৯ জানুয়ারি ২০১৭

মৃত্যুদণ্ড নিয়েও দাভোসে সুরের মোর্ছনা ছড়ালো আফগান মেয়েরা

মৌলবাদীদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সুইজারল্যান্ডের দাভোস-এ বিশ্ব অর্থনীতি ফোরামে সঙ্গীত পরিবেশন করলেন ৩০ জন আফগান নারী। অনুষ্ঠানে মহিলা ব্যান্ড 'জোহরা'র পারফরম্যান্স মুগ্ধ করলো সম্মেলনের অভ্যাগতদের।

ব্যান্ড জোহরা'র কোনো সদস্যের পরিবারে সঙ্গীত চর্চার রেওয়াজ ছিল না। ২০১৫ সালে ১৪ থেকে ২০ বছর বয়সি ৫ জন মেয়ে ব্যান্ডটি গড়ে তোলেন। বর্তমানে জোহরা'র সদস্য সংখ্যা ৩০। তারা সাবাই আফগানিস্তান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিকের (এএনাইএম) ছাত্রী।

অর্কেস্ট্রা পরিচালনাও করেন দুই নারী। নেগিনা খপালওয়াক এবং জারিফা আদিবা।

এএনাইএম-এর প্রতিষ্ঠাতা আহমেদ সরমন্ত জানিয়েছেন, আফগানিস্তানে নারী স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে জোহরা ব্যান্ড। সমাজের কড়া অনুশাসনে আফগান মেয়েরা পর্দাসনসীন। তাদের অনেকে স্কুলে যায় না। প্রকাশ্যে সঙ্গীতচর্চা নিষিদ্ধ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে দেশে সঙ্গীত নিষিদ্ধ ঘোষিত হয়। নিয়ম লঙ্ঘনে মৃত্যুদণ্ডের আইন জারি করা হয়।

জানুয়ারি ২৯, ২০১৭

মন্তব্য করুন: