• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

পাটগ্রামে প্রাইভেট না পড়ায় ছাত্রকে পেটালেন শিক্ষক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ০৯:০২, ২৯ জানুয়ারি ২০১৭

পাটগ্রামে প্রাইভেট না পড়ায় ছাত্রকে পেটালেন শিক্ষক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে প্রাইভেট না পড়ায় মামুন নামে এক ছাত্রকে বেদম মারধর করেছে বাউড়া পুনমচাঁদ ভুতরিয়া কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম। মারের চোটে নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে যায় মামুনের।

আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে শনিবার (২৮ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্র মামুন জানান, কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক ফরিদুল ইসলাম তাকে প্রাইভেট পড়তে চাপ দেয়। কিন্তু মামুন অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার তাকে কলেজ মাঠে হঠাৎ করে মারধর শুরু করে ওই কলেজ শিক্ষক ফরিদুল। এতে মামুনের নাক ও কান দিয়ে রক্ত বের হয়। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন। দুই দিন পরেও তার অবস্থার উন্নিত না হলে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, গত বুধবার মামুনকে একটি কান ও নাক দিয়ে রক্তক্ষরণরত অবস্থায় ভর্তি করে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউড়া পূনমচাঁদ ভুতরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ রায় এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে কলেজ পরিচালনা পরিষদের সভাপতির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানুয়ারি ২৯, ২০১৭

মন্তব্য করুন: