• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে ৭ দিনে ডায়েরিয়ায় আক্রান্ত ৩ শতাধিক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১১:৪৮, ৩১ জানুয়ারি ২০১৭

লালমনিরহাটে ৭ দিনে ডায়েরিয়ায় আক্রান্ত ৩ শতাধিক

লালমনিরহাট: লালমনিরহাটে হঠাৎ করে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

গত ৭ দিনে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল ও  ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৮৯ জন। বহি:বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৩ শতাধিক।

লালমনিরহাট সদর হাসপাতালে গত রোববার ১৭ জন ও সোমবার ১৫ জন ডায়েরিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ভর্তিকৃতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। যাদের অবস্থা একটু অবনতি হচ্ছে তাদের লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ, ভর্তি হওয়ার পর ডাক্তাররা রোগীর কোন খোঁজ খবর নিচ্ছে না, গরীব রোগীরা আর্থিক সংকটের কারণে ঔষধ কিনতে পারছে না। ফলে চিকিৎসার অভাবে অনেক রোগীর অবস্থা প্রতিনিয়ত অবনতি হচ্ছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমুল হক জানান, গত ৪ দিন যাবত ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। রাতে শীত-দিনে গরম এই বৈরী আবহাওয়া কারণে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক সংকট থাকায় রোগীদের চাপ সামলাতে তাদের কষ্ট হচ্ছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. আহসানুল হক বাবু জানান, ডায়েরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণেই মধ্যে রয়েছে। এ সময় বৈরী আবহাওয়ার কারণে একটু ডায়েরিয়া দেখা দেয়। আমরা স্বাস্থ্য মাঠ কর্মীদের মাধ্যমে গ্রামঞ্চলে নিয়মিত পরিদর্শন করছি।

জানুয়ারি ৩১, ২০১৭

মন্তব্য করুন: