• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

লালমনিরহাটে ঋণের দায়ে কৃষকের আত্নহত্যা

লালমনিরহাট সংবাদদাতা

 প্রকাশিত: ১২:২৯, ৩১ জানুয়ারি ২০১৭

লালমনিরহাটে ঋণের দায়ে কৃষকের আত্নহত্যা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে ঋণের দায়ে খোরশেদ হোসেন (৪৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত কৃষক খোরশেদ আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আকরাম আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কৃষক খোরশেদ হোসেন আরডিআরএস বাংলাদেশ থেকে ৫ মাস আগে ১ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন। ঋণের প্রতি মাসে কিস্তি দিতে হয় ১০ হাজার টাকা। এ ছাড়া ২ স্ত্রী ও ৮ সন্তানের সাংসারে খরচ নির্বাহ করতে স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকেও ঋণ নিতে হয়েছে কৃষককে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেকার হয়ে পড়েন কৃষক খোরশেদ হোসেন। এসব ঘটনার জের ধরে সোমবার সকালে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেন।

আদিতমারী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানুয়ারি ৩১, ২০১৭

মন্তব্য করুন: