• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভিনদেশ

৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে মহিলাদের ফোন নম্বর!

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১৫:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে মহিলাদের ফোন নম্বর!

মহিলা যদি দেখতে সুন্দরী হন, তবে তার ফোন নম্বরের 'দাম' ৫০০ টাকা। আর যদি মোটামুটি মানের দেখতে হন, তবে তার ফোন নম্বরের 'দাম' ৫০ টাকা।

ভারতের উত্তরপ্রদেশের ফোন রিচার্জের দোকানগুলিতে এভাবেই ঢালাও 'বিক্রি' হচ্ছে মহিলাদের ফোন নম্বর। এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই নির্বাচনের মুখে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, 'কোন মেয়ে বা মহিলা দেখতে কেমন, তার উপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে দাম।' আর তারপর সেই নম্বরগুলিতে ফোন করে উত্যক্ত করা হচ্ছে মহিলাদের।

এর প্রেক্ষিতে, মহিলাদের অভিযোগের জন্য প্রদেশটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন। ১০৯০ নম্বরটি চালু করার পর থেকে ফোন করে মোবাইল ফোনে উত্যক্ত হওয়ার অভিযোগ জানাতে থাকেন বিভিন্ন বয়সি নারীরা। এধরনের অসংখ্য অভিযোগ জমা হওয়ায় শুরু হয় তদন্ত। আর তখনই সামনে আসে গোটা ঘটনাটি।

তদন্তে দেখা যায়, ব্যালেন্স রিচার্জ করাতে আসা মহিলাদের ফোন নম্বর টুকে রেখে দেয় দোকানদাররা। সেই নম্বর টাকার বিনিময়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। লখনউ, কানপুর, এলাহাবাদ, বারাণসী ও আগ্রায় এধরনের অভিযোগ সবচেয়ে বেশি। এছাড়া শ্রাবস্তী, কাশগঞ্জ, ললিতপুর, চিত্রকূট ও কৌশাম্বী জেলাতেও রমরমিয়ে চলছে এই ব্যবসা।

ফেব্রুয়ারি ০৩, ২০১৭

মন্তব্য করুন: